
ঢাকায় নতুন মেট্রোরেল রুট চালু হচ্ছে
নাসরিন জাহানLocal
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নতুন রুট যাত্রী সেবায় নিয়োজিত হবে
১৬ নভেম্বর ২০২৪: রাজধানীতে নতুন মেট্রোরেল রুট চালু হতে যাচ্ছে। এই রুটে প্রতিদিন প্রায় ৫ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। যানজট নিরসনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নতুন রুটে চারটি প্রধান স্টেশন থাকছে - উত্তরা নর্থ, আগারগাঁও, ফার্মগেট এবং মতিঝিল। প্রতিটি স্টেশনে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মেট্রোরেল প্রকল্পের এই নতুন রুট ঢাকার যানজট কমাতে সহায়ক হবে। এর ফলে যাত্রীরা কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। পরিবেশ বান্ধব এই পরিবহন ব্যবস্থা শহরের বায়ু দূষণ কমাতেও সহায়ক হবে।
#পরিবহন#উন্নয়ন#ঢাকা